তোমার একটি কথা বলার পর
বাড়বে বুকে অনুশোচনা।
তোমার একটি কথা বলার পর
হারাব আমি সব চেতনা।
তোমার একটি কথা বলার পর
পাবো আমি কত কষ্ট।
তোমার একটি কথা বলার পর
হতেও পারি আমি নষ্ট।
তোমার একটি কথা বলার পর
হারাবো আমি সকল বিশ্বাস।
তোমার একটি কথা বলার পর
হারাতে পারি আমার নিশ্বাস।
তোমার একটি কথা বলার পর
হয়ে যাবো আমি উদ্মাদ।
তোমার একটি কথা বলার পর
বেড়িয়ে আসবে করুন আর্তনাদ।
তোমার একটি কথা বলার পর
মোর পৃথিবী হয়ে যাবে শূন্য।
তোমার একটি কথা বলার পর
নিজেকে লাগবে নিজেই ঘৃণ্য।
তোমার একটি কথা বলার পর
আমার আকাশ জোৎস্না হারা।
তোমার একটি কথা বলার পর
আমার পাহাড় নীলিমা হারা।
তোমার একটি কথা বলার পর
হৃদয়ে বইবে মরুর ঝড়।
তোমার একটি কথা বলার পর
জীবনে কখনো হবেনা ঘর।
তোমার একটি কথা বলার পর
আমার হবে স্বপ্ন চূর্ণ।
তোমার একটি কথা বলার পর
জীবন হবে মোর অসম্পূর্ণ।
তোমার একটি কথা বলা মানেই
আমিহীন এক পৃথিবীর কল্পনা।
তোমার একটি কথা না বললেই
তোমায় নিয়ে গড়িব আল্পনা।
27/4/14
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন