" একটি মুখরোচক সংবাদ "
সাখাওয়াৎ আলম চৌধুরী
আমি একটি শাবক মৃতদেহ বলছি।
কোন এক পাষাণ্ড নরকীটের বীভৎস
কামনার বলি হতে হলো আমাকে।
পরিচয় দেওয়ার মত কিছুই নেই আমার ;
তবে এখন আমি পরিচিতি পাবো,
মিডিয়ায়, পত্র -পত্রিকায় ছবি যাবে আমার।
যার নীচে লেখা থাকবে -
"নরপশুর হাতে ধর্ষিত দ্বিতীয় শ্রেণীর ছাত্রী রাহেলা। "
আমি রাহেলাই হই আর রেহানা -
এই সমাজের কিছুই যায় আসেনা।
সবার কাছে আমি একটি মুখরোচক সংবাদ ছাড়া কিছুই নই।
প্রতিদিনের পত্রিকায় এমন দু একটি শিশু ধর্ষণের
খবর যেন নিত্যনৈমিত্তিক একটি ব্যপার।
এই সমাজের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে হাজারো নরপশু লুকিয়ে আছে,
যারা প্রতিনিয়ত ওৎপেতে থাকে শকুন দৃষ্টি নিয়ে।
তাদের নিকৃষ্ট জৈবিকতা মেটাতে
এই বাংলায় লাশ হতে হয় নাম না জানা কত নিষ্পাপ শিশুদের।
এই সমাজ সবই দেখে সবই জানে,
তবুও এই সমাজে এর কোন প্রতিকার নেই।
তাই প্রতিদিনের মত আমি একটি সংবাদের লাশ ছাড়া কিছুই নই।
28/10/14
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন