বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০

তন্দ্রায় চন্দ্রাবতী

"""  তন্দ্রায় চন্দ্রাবতী """"





কে হাসে?
রিনঝিন ছন্দ দুলিয়ে এই নিঝুম নিশিতে।
কার হাসি ভাসে?
নিরব তরঙ্গিনীর ছলছল ঢেউয়ের শব্দ গতিতে।
কি দেখছি আমি?
তন্দ্রায় ঢুলঢুল নির্লিপ্ত অস্পষ্ট আঁখির চাহনিতে।
কে তুমি চন্দ্রাবতী?
আমাকে কি গভীর রাত্রিতে পেয়েছে পাগলামীতে?
তবে কেন শুনছি
রূপবতীর আলতা পায়ে নূপুরের ঝুমঝুম শব্দ?
কেন আমি দেখছি?
হাস্যপ্রোজ্জ্বল অধর যা করছে আমায় প্রলুব্ধ।
একি মোর তন্দ্রা প্রলাপ?
তবে কেন চন্দ্রাবতীর তীক্ষ্ণ দৃষ্টিতে হৃদয় স্তব্ধ?
একি!  এতো ঘুম কেন?
চোখ কেন অসাড়তায় নুইয়ে পড়ছে ঘুমে?
আমি কি দেখব না?
এতো আলো আঁধার খেলায় কি হৃদয় জমে?
একি! তুমি চলে যাচ্ছ?
চন্দ্রাবতী, একটু তো ছোঁয়া দাও ভাসতে তব প্রেমে।

3/5/14


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন