সোমবার, ১৮ মে, ২০২০

ভ্রান্তির জীবন

ভ্রান্তির জীবন 




জীবনসায়াহ্নের শেষ রাত্রি ঘিরে
বিগত স্মৃতিরা চায় ফিরে ফিরে।
যৌবনের উত্তাল তটিনীর ধারে
যা ছিলো তখন,  গিয়েছে মরে।

কিশোরীর আবেগে আকাশে উড়েছি
চঞ্চল মনে বিশ্বাসে সঁপেছি।
প্রেমের উম্মাদনায় অজানায় ভেসেছি
ভ্রান্তির ছলনায় সবই  হারিয়েছি।

সোনালি রঙ মাখা স্বপ্নের ঘোরে
দুজনে পাড়ি দেই রঙিন  শহরে।
অজানা কারণে বদ্ধ আমি ঘরে
শকুনের  ব্যবচ্ছেদ আমাকে ঘিরে।

কথা ছিলো দুজনে গড়বো বাড়ি
তার সাথে এসেছি সবকিছু ছাড়ি।
বিশ্বাসে যারে নিয়ে  জীবন গড়ি
সেই মোর সুখ, নিয়েছে কাড়ি।

আজ আমি উচ্ছিষ্ট সমাজ কাননে
জ্বলে অঙ্গারিত  অগ্নির দহনে।
অতিষ্ঠ আমি নগ্ন জীবনে
অতুচ্ছ আমি নিগৃহীত ভূবনে।

8/4/14

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন