সোমবার, ১৮ মে, ২০২০

আমায় তুমি জয় করেছ

""আমায় তুমি জয় করেছ """"""





আমার খুব স্বপ্ন ছিলো
নীল আকাশে উড়ার,
আমার খুব ইচ্ছে ছিলো
ঐ নীলিমায় হারাবার।

পাখা ভেঙে চার দেয়ালে,
স্বপ্ন গুলো রয়যে পড়ে,
পথিকের খামখেয়ালে
ইচ্ছে গুলো যায় যে মরে।

স্বপ্ন তুমি দেখিয়েছিলে
দিগন্তে নীলিমা ছোঁয়ার,
ভিতরে তুমি জাগিয়েছিলে
অসীমের অলীককে ধরার।

ছিলো আমার ভালবাসা
জোৎস্না রাতের তারার সাথে,
ছিলো আমার আনন্দ
বর্ষা দিনে ভিজে যেতে।

আমায় তুমি স্বপ্ন দেখালে
তোমার রাজ্যে হারিয়ে যেতে,
তাইতো আমি বিশ্বাসে
সঁপেছি মোরে তোমার হাতে।

এখন আমার দিন কাটে
সাদা আকাশের শূন্যে চেয়ে,
এখন আমার রাত কাটে
মরা শয্যার সঙ্গী হয়ে।

এখন আমি বর্ষা দেখি না
বর্ষা ঝরে আমার চোখে,
এখন আমি বসন্ত দেখি না
বসন্ত রঙ, নেই যে মুখে।

আমায় তুমি ভালবাসনি
চাওনি কখনো বুঝতে,
আমায় তুমি  জয় করেছ
তাইতো বেঁধেছো বৃত্তে।

16/4/14

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন