এলোমেলো সমীরণ হাতছানিতে
নিভৃতে কাছে ডাকছিল আমায়,
চেয়েছিলো সে দুদন্ড দাড়িয়ে কিছু
ভালবাসার বাণী যেন শোনায়।
উত্তাল নদীতে দাড় টেনে মাঝি
গাইছিল মনের মাধুরীতে গান,
চেয়েছিলো সে শুনিয়ে প্রেম কথা
জুড়াবে মোর অস্থির প্রাণ।
এক টুকরো মেঘ ভেসে ভেসে
আসছিল আমার ছায়ার সাথে,
চেয়েছিলো মেঘ বলতে ব্যকুলতা
হিয়ার সাথে চোখের ইশারাতে।
অরণ্য গহীনে বিহঙ্গেরা তুলেছিল
মন ভোলানো এক অচিন সুর,
সুরের মূর্ছনায় হৃদয় গহীনে চাইলো
জাগাতে প্রেম মোর সুমধুর।
আমি সমীরণের মন ভুলানো
হাতছানিতে ধরা দেয়নি,
মাঝির উদাস গলায় ভাবের গানে
আমার মন ভোলেনি।
আমি দুষ্টু মেঘের মিষ্টি ইশারায়
পথ ভুলে হারিয়ে যায়নি,
বিহঙ্গের অচিন মন মাতানো
অরণ্য সুরে কান পাতিনি।
করেছি আমি অধীর অপেক্ষা
হাতছানিতে তুমি ডাকবে,
আমি রয়েছি শত প্রতীক্ষায়
মনের মাধুরীতে তুমি গাইবে।
চেয়েছি আমি আখিঁর ইশারায়
ব্যকুল হয়ে আমায় ডাকবে,
রয়েছি এখনো সেই অপেক্ষায়
তোমার প্রেমে কাছে টানবে।
29/5/14
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন