"তুমি নেই বলে """"
তুমি নেই বলে
আমার আকাশে জ্বলে না সুখ তারা।
তুমি নেই বলে
আমার পৃথিবী আজ হয়েছে স্বপ্ন হারা।
তুমি নেই বলে
আমার আজ হয় না কবিতা লেখা।
তুমি নেই বলে
আমার পথ হয়েছে আঁকাবাঁকা।
তুমি নেই বলে
আমার দৃষ্টিতে আর বৃষ্টি ধরা দেয় না।
তুমি নেই বলে
আমার সৃষ্টি আর কৃষ্টি হয়ে উঠে না।
তুমি নেই বলে
আজ ভরা পূর্নিমায় হয়না জোৎস্না ভেজা।
তুমি নেই বলে
আমার আত্মা দেয় প্রতিনিয়ত সাজা।
তুমি নেই বলে
দক্ষিণ জানালায় বয়না দক্ষিণা হাওয়া।
তুমি নেই বলে
বৈশাখ বরণে হয়না এখন যাওয়া।
তুমি নেই বলে
বসন্ত কোকিল দিয়েছে মোরে ফাঁকি।
তুমি নেই বলে
মরুর বুকে তোমার অবয়ব আঁকি।
তুমি নেই বলে
আমার কানন হয়েছে পুষ্প হারা।
তুমি নেই বলে
আমার আঙিনায় ফড়িং দেয়না ধরা।
তুমি নেই বলে
নিঝুম রাত্রিতে উঠে কষ্টের তুফান।
তুমি নেই বলে
আমার গাঙগেতে রয়না প্রেমের সোপান।
23/4/14
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন