বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০

তব প্রেমে জমলো ভালবাসা


তোমার হাসি
চৈতালী রোদ্রে তপ্ত ধরায় প্রেম জাগালো।
তোমার চাহনি
উত্তাল নদীতে নিরাশা বেলায় তরী ভাসালো।

তোমার দুষ্টামিতে
আমার মরা গাঙগে আষাঢ় জলে ভরে উঠলো।
তোমার ছন্দের কথনে
নিঝুম অরণ্যে ঝিরঝির সমীরণে সুর ছড়ালো।

তোমার চঞ্চলতা
আমায় নতুন এক ধরণীর ঠিকানা দিলো।
তোমার অভিমান
তোমায় তীব্র ভাবে ভালবাসতে শেখালো।

তোমার খুনসুটিতে
আমার মিষ্টি মধুর সময় যাবে ভালো।
তোমায়  ছাড়া
আমার শূন্য সবই  জীবন এলোমেলো।
3/5/14


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন