তুমি চেয়েছ বলে
আমি স্বপ্ন বুনি রাতের নিঝুম বুকে,
তুমি চেয়েছ বলে
আমি তরী ভাসায় প্রমত্তা নদীর বাঁকে।
তুমি চেয়েছ বলে
আমি সিংহল সমুদ্র দূর্মরে দেয় পাড়ি।
তুমি চেয়েছ বলে
আমি অরন্য বুকে নিভৃতে বানায় বাড়ি।
তুমি চেয়েছ বলে
আমি ঘোর বর্ষার মাঝে করি উদ্দাম নৃত্য।
তুমি চেয়েছ বলে
আমি হয়েছি তোমার একান্ত অনুগত ভৃত্য।
তুমি চেয়েছ বলে
আমি মরুভূমির বুকে রোপী ফসলের বৃক্ষ।
তুমি চেয়েছ বলে
আমি উড়িয়া বেড়ায় সমগ্র অন্তরীক্ষ।
তুমি চেয়েছ বলে
আমি কামনা বাসনা সঁপেছি তব পদতলে।
তুমি চেয়েছ বলে
আমি ক্রোধ উদ্মাদনা পিষিয়াছি মোর পদতলে।
তুমি চেয়েছ বলে
আমি ভূধর মাড়িয়া করেছি তৃণ সমতল।
তুমি চেয়েছ বলে
আমি হুংকার ছাড়ি ডরায়েছে মনব সকল।
তুমি চেয়েছ বলে
আমি চুমুকে চুমুকে চুষিয়াছি তব ওষ্ঠ।
তুমি চেয়েছ বলে
আমি ধরণীতে হতে চায় মানবের তরে শ্রেষ্ঠ।
তুমি চেয়েছ বলে
আমি ঐশ্বর্য ছাড়িয়া আসিয়াছি গাছ তলায়।
তুমি চেয়েছ বলে
আমি কৃষ্ণাঙ্গরে বাঁধিয়াছি প্রেমের মায়ায়।
তুমি চেয়েছ বলে
আমি তোমার মাঝে ভালবাসা খুজেঁ বেড়ায়,
তুমি চেয়েছ বলে
আমি ভালবাসিয়া যাব জীবনেরও শেষ বেলায়।
22/4/14
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন