"""চলে যাওয়ার দিন """
সেদিন খুব বৃষ্টি হয়েছিল, একটানা
সমস্ত আকাশ জুড়ে শুধু বৃষ্টির ফোয়ারা।
আমি ঠাঁই দাঁড়িয়ে ছিলাম পাহাড়ের কোল ঘেঁষে,
আকাশের কান্নায় ঝুমঝুম বৃষ্টির তোড়ে
ভেসে যাচ্ছিল পাহাড় গায়ে লেগা থাকা সব যাতনা।
আমি দাঁড়িয়ে ছিলাম সবুজ দূর্বার 'পরে,
চুইয়ে চুইয়ে পরছিল বৃষ্টির জল অরণ্যের গা বেয়ে।
সেদিন খুব ঝড় বইছিল, হৃদয় ভাঙার শব্দে
সমগ্র অবনীর কষ্টের সোঁদা গন্ধকে ঘিরে।
ধুয়ে গেলো পাথরের গায়ে থাকা
আবেগ এক নিমিষেই,
আমি দাঁড়িয়ে ছিলাম অসাড় আবেশে
কর্মহীন পদে, শুধু দাঁড়িয়ে থাকা সবুজ
শুভ্রতায় নগ্ন আকাশের নিচে।
মুছে গেলো সমস্ত স্বপ্ন বুননের স্মৃতি চিহ্ন,
একটু একটু করে হৃদয়ের ঝরা কষ্টের জলে।
সেদিন কষ্টের খুব গন্ধ ছিলো বাতাসে,
হৃদয় চিঁড়ে বয়ে যাওয়া নয়নের নোনা জল
খুব ধীরে মিশেছিল চুলের আগায় গড়িয়ে পরা বৃষ্টিতে।
তবুও আমি ঠাঁই দাঁড়িয়ে ছিলাম, তোমার
চলে যাওয়া পথের প্রান্তর চেয়ে,
যখন চলে গেলে একবুক বিষাদের কষ্টের
কালো মেঘ দিয়ে আমার আকাশ জুড়ে।
13/9/14
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন