তোমায় পড়ে মনে
সকাল গুলো যাচ্ছে চলে,
তোমার কথা ভেবে ভেবে।
সূর্য উঠে আকাশ ভেদে,
কিরণ ছড়ায় দু হাত ভরে।
দুপুর গুলো রযনা থেমে,
তোমায় ভাবি কাজের ফাঁকে।
স্মৃতি গুলো ভেসে উঠে,
ঝাপসা আলোয় চোখের কোণে।
বিকেল বেলা সূর্য হেলে,
পশ্চিমের ঐ দিগন্তে গিয়ে।
লালচে আলো ছড়িয়ে পড়ে,
আকাশটা ধীরে ঘুমিয়ে পড়ে।
সন্ধ্যা আলো জ্বালাতে গিয়ে,
তোমায় দেখি আলোর মাঝে।
সেই তোমাকে মনে পড়ে,
হৃদয় ব্যথায় চিনচিন করে।
রাত্রি নামে নিঝুম বানে,
তাঁরার খেলা আকাশ পানে।
জোঁনাকি ছুটে পালে পালে,
একলা রাত্রি থাকি জেগে।
রাত্রি নিঝুম জ্বলে জোঁনাকি,
তাঁরায় জোৎস্নায় করে মাখামাখি।
তুমি চলে গেলে দিয়ে মোরে ফাঁকি,
ঘুম নেই চোখে মোর সারা রাত্রি।
চলে গেলে তুমি কোন সুদূরে,
তোমায় খুঁজি আলো আঁধারে।
তোমার স্মৃতি আঁখি পানে,
আজো ভিজি নয়ন জলে।
আজো আছি সেই যে আমি,
যেমন ছিলাম তোমার আমি।
তোমায় আমি হারায়ে খুঁজি,
কেন চলে গেলে দিয়ে মোরে ফাঁকি।
16-10-12
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন