আমার একটি পাহাড় আছে
আমার একটি পাহাড় আছে
সাজিয়েছি আমি গহিন অরন্যে,
আমার পাহাড়ের দুঃখ গুলো
ভাঁজ হয়ে থাকে গহীনে।
আমার পাহাড়ের কষ্ট গুলো
ঝর্ণা হয়ে যায় বয়ে,
আমার পাহাড়ের বিরহ গুলো
বৃষ্টিতে যায় যে ক্ষয়ে।
আমার পাহাড়ে বিহঙ্গ কলরব
শুনি আমি কান পেতে,
আমার পাহাড়ে জোনাক জ্বলে
চাঁদনী ক্ষণে জোৎস্না রাতে।
আমার পাহাড়ে আমি একা
তাকিয়ে থাকি ঐ নীলিমায়,
আমার পাহাড়ে শূন্য আমি
পড়ন্ত বেলায় দিগন্ত মায়ায়।
20/4/14
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন