বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০

তুমি আসার জন্য


""""তুমি আসার জন্য """"




তুমি আসবে বলে _ শশী,
জোৎস্না বিলিয়ে যায়।
তুমি আসবে বলে _রবি,
তার প্রখরতা হারায়।

তুমি আসবে বলে _তরঙ্গিনী,
নিরবে বয়ে যায়।
তুমি আসবে বলে _সিন্ধু,
মিশে যায় নীলিমায়।

তুমি আসবে বলে _শৈল,
ঐ গগনে তাকায়।
তুমি আসবে বলে _অরণ্যে,
সমীরণ বয়ে যায়।

তুমি আসবে বলে _বিহঙ্গ,
মনের মাধুরীতে গায়।
তুমি আসবে বলে _পবন,
দক্ষিণ হতে বয়।

তুমি আসবে বলে _মেঘরা,
দূরে সরে যায়।
তুমি আসবে বলে _যামিনী,
রয়েছে অপেক্ষায়।

তুমি আসবে বলে _কামিনী,
সৌরভ ছড়িয়ে বেড়ায়।
তুমি আসবে বলে _প্রজাপতি,
রঙিন পাখা লাগায়।

তুমি আসবে বলে _ হৃদয়,
স্বপ্ন দেখতে চায়।
তুমি আসবে বলে  _ আমি,
প্রেমে হারিয়ে যায়।

10/4/14


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন