সোমবার, ১৮ মে, ২০২০

কবিতার সৃষ্টি কথা

""কবিতার সৃষ্টি কথা """"




আমার দিনের সার্থকতা
যদি লিখতে পারি একটি কবিতা
আমার রাতের নিমগ্নতা
লিখতে একটি ভালো কবিতা।

আমার সন্ধ্যার ব্যকুলতা
যদি হয় সৃষ্টি থেকে নিরবতা।
জোৎস্নার পানে আকুলতা
হোক না সৃষ্টি থেকে ভাবুকতা।

বর্ষার পানে রোমাঞ্চকতা
শত প্রচেষ্টায় যদি মেলে সফলতা।
আকাশের পানে উদারতা
যদি হয় একটি প্রেমের কবিতা।

পুষ্পের পানে নিবিড়তা
আসে যদি একরাশ মিষ্টি মাদকতা।
তটিনীর পানে স্থিরতা
মনে জমাতে একটু বিরহ ব্যথা।

অরণ্য পানে নিবদ্ধতা
হোক সুরে একটু মূর্ছা গাঁথা
পর্বতের পানে নিবিষ্টতা
হোক না সৃষ্টি সাথে চারুতা।

21/4/14

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন