সোমবার, ১৮ মে, ২০২০

এক টুকরো স্বর্গীয় ভালবাসার সুখ


""এক টুকরো স্বর্গীয় ভালবাসার সুখ ""

    সাখাওয়াৎ আলম চৌধুরী

দূর্বিষহ যন্ত্রণার পৃথিবীতে যখন
নিস্তব্ধ রাত্রির প্রান্তর হয় ভোর,
ঊষার আলোর সাথে সাথে প্রস্ফুটিত হয়
পৃথিবীর খেয়াহীন মায়ার মায়াবী ধূসর রূপ।
চারদিকে হাহাকার মানুষের নিরব ক্রন্দন,
হয় বেচাকেনা ভালবাসা
নগন্য আবেগের রতিভোগের দরে ;
অর্থহীন আজ,  হাড়ভাঙা কষ্টের ঘামে
উপার্জিত অর্থে তুলে দেয়া সন্তানের মুখে অন্ন।
ভুলে যায় অতীত, হঠাৎ জোয়ার আসা যৌবনের বানে ;
চলে যায় নাড়িকাটা ধন ধোঁয়াশার হাতছানির দিকে।
এখানে ভুলে যায় শতরাত্রির সহবাসের প্রহর,
দিব্যমান পূর্নিমার চন্দ্রের চাইতে প্রিয় হয়
সুদূর নিহারীকাপুঞ্জের আলোকরাশি।
হয় ছিন্ন আজন্ম গড়ে উঠা সম্পর্কের ;
চলে যায় পথিক,  আগন্তুকের হাত ধরে মরিচিকার পানে,
পিছনে পড়ে থাকে হাজারো মধুর আলিঙ্গনের ফসল।

পৃথিবীর নগ্ন কদাকার মরিচিকার রূপ দেখে
ভয়ে আমি কুঁকড়ে যায়,
হৃদস্পন্দন থেমে গিয়ে হয়ে পড়ি অসাড় মস্তিষ্কশূন্য ;
বুকের গহীনে লালিত স্বপ্নের গোড়ায় -
যেখানে প্রতিনিয়ত দেই ভালবাসার সেচ,
ভয় হয় সেই স্বপ্ন আদৌ দেবে কি ধরা বসুধার বুকে?
চারিদিকে উদ্ভ্রান্ত সম্পর্কের দিকে তাকিয়ে
বড় ইচ্ছে করে,  তোমায় ধরি আকঁড়ে আরো
শক্ত করে নিবিড় ভালবাসার মন্ত্রে ;
তোমার বুকের মকমল বিছানায় প্রেমের
চাদরে আমি ঘুমোতে চাই,
দেবে তো জরাজীর্ণতার বসুন্ধরায়
এক টুকরো স্বর্গীয় প্রেমের সুখ,  তোমার নিরাপদ বুকের ভালবাসার জমিনে?

25/8/14


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন