ফেব্রুয়ারির বাতাসে তখন
ছিলো বসন্তের আনাগোনা।
ফেব্রুয়ারির বাতাসে ছিলো
রঙিন স্বপ্নের জাল বোনা।
ফেব্রুয়ারিতে আকাশ ছিলো
স্লোগানে স্লোগানে মুখর।
ফেব্রুয়ারিতে ছিলো তখন
শত আশংকার ভীত প্রহর।
ফেব্রুয়ারিতে ফুটেছে তখন
বসন্ত রঙিন কৃষ্ণচূড়া।
ফেব্রুয়ারিতে অপেক্ষা মাতার
তার পুত্রের বাড়ি ফেরা।
ফেব্রুয়ারিতে কন্যার চাওয়া
তার জন্য লাল জামা।
ফেব্রুয়ারিতে মিলেছে স্ত্রীর
স্বামীর শার্টে রক্ত জমা।
ফেব্রুয়ারিতে হাজার ছাত্রের
বিক্ষোভ ভরা অগ্নি মিছিল।
ফেব্রুয়ারিতে জাগ্রত জনতা
হয়েছে মিছিলে তখন শামিল।
ফেব্রুয়ারিতে চেয়েছে শত্রু
কেড়ে নিতে মায়ের ভাষা।
ফেব্রুয়ারিতে করেছি বিনাশ
হয়নি পূরন তাদের আশা।
ফেব্রুয়ারি যোগায় সাহস
করে উন্নত মোদের শির।
ফেব্রুয়ারি জাগায় বিশ্বাস
আমরা জাতিতে মহান বীর।
18/2/14
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন