""ক্ষমায় দাও ফিরিয়ে ভালোবাসা ""
বুকের শীতল গহীনে আর্তনাদের বীভৎস বর্ণমালারা,
করছে হাঁসফাঁস বিদগ্ধ হারানো সুরে।
একদা বিশ্বস্ত পাহাড়ি নিঃশ্বাস গুলো, আজ আলোড়ন তুলছে অবিশ্বাসের মৌসুমী ডানায়।
বড়শি গাঁথা মৎস্যের ন্যায় ছুটে বেড়াচ্ছি,
নক্ষত্র পতনের গতিময়তা নিয়ে
অতীত রোমাঞ্চকর ভালোবাসার সোনালি নায়ে।
যে বিশ্বস্ত জানালায় গোধূলির রক্তিম আলোতে
তোমাকে ভালোবাসতাম শরৎ শুভ্রতা নিয়ে,
সেই বালিকা হাসা রূপালী জ্যােৎস্নার সময়গুলো
আজ ধরা দিয়েছে তোমার সন্দেহের নিষিদ্ধ তীরে।
আমার বালি ঝলসানো চন্দ্রিমা উদ্যানে কেটে যাওয়া মুহূর্তগুলোকে,
তুমি অস্বীকার করছো কেনা রতিক্রিয়া শেষে খদ্দেরের অস্পৃশ্য দৃষ্টিতে।
কীভাবে পারছো তুমি এভাবে এড়িয়ে যেতে,
যাযাবর কৃষ্ণ মেঘের বৃষ্টিহীন মরিচিকার মতো?
যেখানে আয়োজন করে অভ্রভেদী উৎপল দ্বারে দাঁড়িয়েছি আমি,
অথচ তোমার নির্নিমেষ দৃষ্টিতে ধরা দেয় না নব সুরের প্রাঞ্জল চিত্তের ভালোবাসা।
তোমার নির্লিপ্ত আঁখিতে আজ ধূসর প্রতারণার মৌন অভিযোগ,
যা আমি প্রতিনিয়ত খন্ডাতে চাইছি,
সমুন্নত অভিমানী প্রাচীর ভাঙার তরঙ্গরোহিনী ভালবাসার ন্যায়।
কিছুতেই তুমি বুঝতে চাইছো না আমার পিঞ্জর নিলয়ে কী তুফান চলছে,
কত সাইক্লোন টর্নেডোর ঊর্মির ধ্বংসাবশেষ স্তুপ হয়েছে অন্তর প্রান্তরে।
তোমার হাজারো অভিযোগ অণু পরিমাণ অস্বীকার করিনি,
তবুও জুয়াড়ি ক্ষিধের ব্যর্থতার দায় কাঁধে নিয়ে,
প্রতিনিয়ত দাঁড়ায় তোমার সামনে অযুত অপরাধের জোয়াল নিয়ে।
তবুও কি আমি ফেরত পাবো না তোমার কাছ থেকে সেই অম্বর চুম্বিত ভালবাসা?
যা তমস্র কান্তার অন্তরীক্ষে আমাকে দিয়েছিলে লোনা ওষ্ঠের চুম্বনে।
13/6/17
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন