আমার আকাশ
আমার আকাশ সাজিয়েছি আমি
মনের রঙের রঙ তুলিতে,
আমার আকাশ রাঙিয়েছি আমি
দুঃখ গুলোকে শূন্যে ভুলিতে।
আমার আকাশে এখনো উড়ে
শঙ্খচিল পাখনা মেলে,
আমার আকাশে এখনো উড়ে
কিশোরের ঘুড়ি মেলে।
আমার আকাশে তারা জ্বলে
জোৎস্না রাতে নিঝুম ক্ষণে,
আমার আকাশে জোনাক জ্বলে
কৃষ্ণ রাতে বিরস ক্ষণে।
আমার আকাশ রয়েছে এখনো
তোমার ফেরার আশায়,
আমার আকাশ চেয়েছে তখনো
তোমায় যখন হারায়।
আমার আকাশে স্বপ্ন আঁকি
তুমি এসে দেখবে বলে,
আমার আকাশ দেয়না ফাঁকি
তুমি এসে বকবে বলে।
আমার আকাশের কষ্ট গুলো
বৃষ্টি হয়ে ভেজায় ,
আমার আকাশের সুখ গুলো
পাখি হয়ে উড়ে যায়।
আমার আকাশ করে অপেক্ষা
তুমি ফিরে আসবে,
আমার আকাশ করবে প্রতীক্ষা
যতদিন শ্বাস থাকবে।
16/4/14
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন