বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০

শেষ বিকেলে এসে


""""""শেষ বিকেলে এসে """




মেঘের ভেলায় চড়ে
ধরণী দিয়েছে হাজারো ঘূর্ণন।
সময়ের পথ ধরে
প্রকৃতি হয়েছে আজ পরিপূর্ণ।

হাটি হাটি  করে
আজ জীবন হয়েছে পূর্ণ।
তবু কেন ভিতরে
মনে হয় রয়েছে কিছু অপূর্ণ।

হতাশায় রাখে  ঘিরে
আজ জীবন হতো যদি ভিন্ন।
তবে অনুশোচনার ভারে
আজ জীবন হতো না ছিন্ন।

রাখতাম যদি ধরে
তোমাকে করতাম সব পরিকীর্ণ।
তবে নিজের নীড়ে
সুখ ছেড়ে হতাম না জরাজীর্ণ।

বিদগ্ধ মর্মে মরে
না দিতাম তোমায় যদি ফিরিয়ে।
তবে অভিশপ্ত ঘরে
আজ আমি যেতাম না হারিয়ে।

পতিত সমাজ সংসারে
যদি দাঁড়াতাম তোমার কাছে গিয়ে।
তবে সমাজ কারাগারে
কেউ পারত না দিতে উড়িয়ে।

অমাবস্যার কৃষ্ণ আঁধারে
খুঁজি আমি আলোর রঙিন দিশা।
বিধ্বস্ত বুক ঘিরে
চায় বেড়িয়ে আসতে করুন  হতাশা।

উদিত রশ্মি দিবাকরে
স্বপ্ন দেখে করি বাঁচার আশা।
স্বপ্ন দেখি আন্ধারে
কেউ যদি দেয় মোরে ভালবাসা।

5/4/14


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন