রবিবার, ১৭ মে, ২০২০

তুমি আসবে বলে



তুমি আসবে বলে



তুমি আসবে বলে,
আজ আকাশে মেঘ জমেনি।
তোমার আসার কথা ছিল বলে,
আজ সূর্যের আলোতে তেজ নেই।

তোমায় দেখাবে বলে,
ফুলেরা ফুটেছে নতুন সাজে।
তোমায় শুনাবে বলে,
পাখিরা বেধেছ নতুন সুর।

তোমায় দেখাবে বলে আজ,
কৃষ্ণ চূড়া পড়েছে টুকটুকে লাল শাড়ি।
আজ কদম ফুল গুলো ঝড়ে পড়েছে নিচে,
তোমাকে জানাতে কদম গালিচা সংবর্ধনা।

তোমায় ছুঁয়ে  দেখবে বলে ,
প্রজাপতিরা সেজেছে নুতন রঙে।
তোমায় বেড়িয়ে আনবে বলে,
ঝরনায় জেগেছে নতুন যৌবন।

কাশফুল গুলো আজ হাওয়ায় হাওয়ায় দুলছে,
তোমাকে জানাতে অভিবাদন।
তুমি আসবে বলে আমার হৃদয়ে,
আজ এক সুখের ব্যথার অনুধাবন।

তোমার আশায় আশায় অপেক্ষায় আছি,
আমি এই এতটা জীবন।
তুমি আসবে, ভালবাসবে,
ভরিয়ে দেবে এই দেহ মন।
এই তো চাই আজীবন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন