কবিতা লেখার অধিকার হারিয়েছি
আমি আর কোন কবিতা লিখব না,
কবিতা লিখার কোন অধিকার নেই আমার।
যে ছবি চেয়ে আমি কবিতা লিখতাম,
আজ সেই ছবি ভুলে গেছি অস্পষ্ট ভাবে।
যে মানুষটি আমার কবিতার হাতেখড়ি,
সেই মানুষকে আজ আমি ভুলে গেছি।
যে মায়াবী অধর কল্পনা করে করেছি সৃষ্টি
হাজারো গদ্যে ছন্দে হৃদয়স্পর্শী কবিতা,
আজ সেই অধরেই লেপন করেছি কৃষ্ণকায়া।
যে মানবীর জন্য নিয়েছি কলম হতে,
আজ সেই মানবীর প্রিয় দিন গেছি ভুলে।
যার রিনঝিন কণ্ঠে দুলিত হতো মোর হিয়া,
আজ সেই কণ্ঠে শুনতে পারিনি একটি বার
ওগো প্রিয় তুমি কেমন আছো?
আমি এতোটাই অকর্মণ্য যে
নিখাদ নিগূঢ় ভালবাসা আজ পিষেছি পায়ে।
কিভাবে আমি লিখব নতুন একটি প্রেমের কবিতা,
যে আমি নিজেই হতে পারিনি প্রেমিক।
আমার কি সেই অধিকার আছে,
কোনো প্রেমিকা কষ্ট দিয়ে মিষ্টি প্রেমের কবিতা লেখা?
আমার দ্বারা আর কি কবিতা লিখা সম্ভব?
29/4/14
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন