এই, তুমি এতো বিষন্ন কেন?
আজ আমি সাজিয়েছি আকাশ
রাতের তারার সাথে জোৎস্না দিয়ে ;
তোমায় দিতে এক রুপালী রাত্রি উপহার।
এ কি! তোমার এখনো মন খারাপ?
আমি আজ অরন্যকে বলেছি,
তুলতে এক নতুন সুর, ঝিরঝির বাতাসে ;
তোমাকে দিতে নিঝুম অরন্য সমাহার ।
ওমা! এখনো দেখি মুখ ভার, একটু তো হাসো।
আজ আমি থরেথরে কৃষ্ণচূড়ায়
রাঙিয়েছি ভূবন, তোমায় দেবো বলে,
একটি স্বপ্ন বর্ণীল ভালবাসার দিন।
কি হলো, তোমার চোখে পানি?
আমি তো আজ আকাশে মেঘ সাজায়নি ;
তবে কেন প্রিয়ার চোখেতে আষাঢ়ের কান্না?
বলো প্রিয়তমা, কি কষ্টের কথা রয়েছে জমা।
তুমি সাজিয়েছ জোৎস্নায় আকাশ
ঐ আকাশ দেখার মোর নেই অবকাশ।
তুমি তুলেছে নতুন সুর গহীন অরন্যে
সেই সুর আর থাকবে না মোর স্বরণে।
তুমি রাঙিয়েছ ভূবন রঙিন কৃষ্ণচূড়ায়
রঙিন ভূবনে দুজনে থাকা হবেনা ধরায়।
তুমি সাজায়ওনি আকাশ কখনো মেঘেতে
আজ সেই আকাশে শুরু করেছে মেঘ জমতে।
সেই কষ্টের মেঘেতে মেঘ ঘর্ষণে আজ কান্না,
আজ থেকে তোমার আকাশে নেই মোর ঠিকানা।
27/4/14
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন