""যে তরুনেরা স্বপ্ন ছিনিয়ে আনে ""
সভ্যতার বুক চিড়ে প্রকৃতির ইশারায়
প্রমত্তা উজানে ভেসে যায় বাংলার ভিটেমাটি।
চারদিকে হাহাকার উন্মত্ত বন্যায়
ডুবে যায় গরীবের শেষ সম্বল ;
যেদিকে তাকাই ধুধু বিস্তৃত ভূমি
তলিয়ে গেছে তেড়ে আসা আগ্রাসী বানে।
ঠাঁই নেই কিছু নেই, নেই কোন আশা,
চারপাশে উদ্ভ্রান্তের মতো ছুটে চলা ;
কেউ নেই, কারো আশা নেই, সবাই ব্যস্ত
নিজেরে নিয়ে নশ্বর ভূবনে স্বার্থপর আঙিনায়।
মানবতা ডুকরে ডুকরে কেঁদে উঠে,
ক্ষীণ অস্ফুট শব্দ উড়ে আসে বিপন্ন নিরন্ন
বাস্তুহারা বানভাসি অসহায় মানুষের হৃদস্পন্দন ছুঁয়ে।
সেই ক্ষীণ আর্তনাদ এসে বিঁধে যায় কিছু
স্বপ্নবাজ তরুণদের কর্ণ ভেদ করে তাদের হৃদয়ে।
যারা স্বপ্ন দেখে, যারা স্বপ্ন দেখায়,
যারা স্বপ্ন ছিনিয়ে আনে হাজারো বাধার প্রাচীর ভেঙে,
যারা বানায় বাড়ি খরকুটোকে আশ্রয় করে
একবুক ভালবাসা দিয়ে পৃথিবীর 'পরে।
তারা আমাদের সন্তান, যারা মৃত্তিকার ধূলোয়
দেখে আকাশসম বাস্তবতার উপাখ্যান।
তাদের কন্ঠে প্রতিনিয়ত ধ্বনিত হয়
মননশীল জাগরণে পরিবর্তিত নতুন এক অবনীর।
তারা থেমে থাকে না এতো বাস্তবতার প্রতিবন্ধকতাতেও,
তারা এগিয়ে যায় একবুক আশা নিয়ে
সেই অসহায় মানুষের দিকে।
কিছু নেই শুধু শূণ্য থেকেই পথচলা,
তারা স্বপ্ন ছড়িয়ে দেয় কৃষ্ণ আকাশের বুকে ;
ধীরে ধীরে সেই স্বপ্ন হয়ে উঠে বাস্তব
উজ্জ্বল জোৎস্নার আলোতে।
একটি একটি করে জোনাকির ক্ষীণ আলোও
এসে জড়ো হয় উদাত্ত মানবতার আহ্বানে ;
এভাবেই স্বপ্ন জাগানো তরুণরা স্বপ্ন পূর্ণ করে
অসহায়দের মাঝে মমতার হাত বুলিয়ে।
তারা যুগযুগ ধরে পৃথিবীতে আসে স্বপ্ন দেখাতে,
তারা যুগ থেকে যুগান্তর থেকে যায় স্বপ্ন সাজাতে
প্রতিটি মনবতার হৃদয় সম্পন্ন মানুষের বুকে।
16/9/14
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন