রবিবার, ১৭ মে, ২০২০

বিধ্বস্ত মোর কথামালা "


""বিধ্বস্ত মোর কথামালা ""

নিঃসঙ্গ সময় গুলো
হৃদয় গহীনে জাগায় নিষ্ক্রিয়তার আলোড়ন ;
বিধ্বস্ততায় ভেঙে মুষড়ে যাওয়া কুঠিরের ন্যায়
লন্ডভন্ড  অন্তরস্থল।
পরাস্থ জীবনের ভূলুণ্ঠিত অতীতের ব্যথায়
অস্থির হয়ে উঠে বিক্ষিপ্ত মন ;
হতাশার আস্তিনে ঢাকা পড়ে আছে
বর্তমানের বিশৃংখল  হাহাকার -
অহর্নিশ তিক্ত যাতনায় জর্জরিত আমি ;
হারিয়ে অতীত অহমিকা
নিশ্চল সময়ের হাত ধরে ঘুরে বেড়ায়
নিজেরই কালো গহ্বরে।
চারদিকে চেয়ে দেখি শুধু পড়ে আছে
বেদনা মাখা  শ্মশানের  প্রতিচ্ছবি,
মুহূ মুহূ আর্তনাদে ডুকরে কেঁদে উঠে
মৃত অন্তর আত্মা।
নিঃশেষিত জীবনে আজ আর দেখি না
দিগন্তে প্রজ্বলিত আলোর হাতছানি,
প্রতিনিয়ত সর্পিল যাতনার দংশনে
নীলাভ হয়েছে আমার নিষ্প্রাণ দেহ।
জীবনের কাছে সব হারিয়ে হয়েছি পরিত্যজ্য,
পরিত্যক্ত বসন রয়েছে ছড়িয়ে ছিটিয়ে মৃত ভূমিতে।
মাঝে মাঝে এই জীবাত্মা চায় সমস্ত কিছু
মাড়িয়ে আলোর দিকে বেড়িয়ে আসতে 
কিন্তু তা কদাচিৎই হয়ে উঠে আমার ;
এভাবেই হয়তো একদিন  অনন্তের অন্তরালে
নিক্ষিপ্ত হবো এই আমি।

18/6/14

;


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন