সোমবার, ১৮ মে, ২০২০

বৈশাখ এসেছে


""""""বৈশাখ এসেছে """"""



আজ ফুটেছে  কলি কাননে
আজ উঠেছে রবি গগনে
আজ তরঙ্গ উত্তাল বরুণে
আজ বইছে পবন  অরন্যে।

আজ বৈশাখ এসেছে এই  ধরনীতে।

আজ লেগেছে হাওয়া প্রাণে
আজ সময় কাটাবো গানে
আজ মাতবো প্রিয়ার সনে
আজ হারাবো আপন মনে।

আজ বৈশাখ এসেছে এই ধরাতে ।

আজ দূর হয়ে যাক সব হতাশা
আজ উঠুক নব প্রাণের আশা
আজ শুরু হোক কবির ভাষা
আজ সবার তরে হোক ভালবাসা।

আজ বৈশাখ এসেছে এই পৃথিবীতে।

আজ চলো সবাই স্বপ্ন দেখি
আজ সকল মানুষ হোক না সুখী
আজকে আমারা কেউ নই দুঃখী
আজ উড়িয়ে দাও প্রাণের পাখি।

আজ বৈশাখ এসেছে এই জগতে।

আজ ছুড়ে ফেলো সব জীর্ণতা
আজ বাড়ুক মনের পবিত্রতা
আজ ঝেড়ে ফেলো সব শূন্যতা
আজ বাড়ুক মনের ব্যকুলতা।

আজ বৈশাখ এসেছে এই অবনীতে।

13/4/14

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন