তিমির গহ্বরের আজিকে ধরণী
হারিয়েছে শুদ্ধতা বিশুদ্ধ অবনী।
চারদিকে আজিকে উৎসুক ফণী
নিবিষ্ট কর্মে করিতে পাপিনী।
নিপীড়িত মানবতা নিগ্রহে নিমজ্জন
নিষ্ক্রিয় বিধাতা নিগৃহীত নিঃসরণ।
নিন্দিত শয়তান করে নিমন্ত্রণ
ধরীত্রীতে আজ তারই নিয়ন্ত্রণ।
অসুরের কর্মে শুভ্রতা নির্বিকার
জগৎ জুড়িয়ে রাবণের আঁধার।
পাপিষ্ঠ জগৎ করিবেকে নিবার
কাটিবেকে এই, ভ্রষ্ট আন্ধার?
এখনো অনেক বাকি রাত্রি
রয়েছে হাজার পথহারা যাত্রী।
করিবে কে তাদের বন্ধনে ভাতীৃ
আহবান করি, এমন এক যাত্রী।
রাত্রির শেষে রবির ঊষা
নাবিক নেতৃত্বের করি আশা।
গড়িবে বসুধা দিয়ে ভালবাসা
সে -ই আমাদের শেষ ভরসা।
6/4/14
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন