সোমবার, ১৮ মে, ২০২০

ইদানিং কবিতা লেখা হয়ে উঠে না


"""ইদানিং কবিতা লেখা হয়ে উঠে না ""


ইদানিং কবিতা গুলো পড়ে থাকে
মাকড়সার জালের মতো চারদিকে  ছড়িয়ে ।
কবিতার পংক্তি গুলো চেয়ে থাকে
রগরগে চোখে শাসানোর ভঙ্গিতে।
কেন আমি তাদের কাঁচা হতে
কান্ডজ্ঞানহীন ভাবে সাজাতে গেলাম।
কবিতার লাইন গুলো ঝিমিয়ে আছে
এবড়ো থেবড়ো ভাবে নির্বিকার চাহনিতে।
আর ছন্দ! সেতো বলার অপেক্ষাই রাখে না
পারলে ছেড়ে দে মা কেঁদে বাঁচি।
আসলে ইদানিং কবিতা, কোন কবিতাইই হচ্ছে না।
তুমি চলে যাবার পর
আমাকে আর কবিতারা ভালবাসেনা।
আমি হাজার চেষ্টা করি ,
শত প্রচেষ্টাই আমার ব্যর্থ হয়।
একটি একটি শব্দ নিয়ে গুছিয়ে সাজিয়ে,
কতোই কসরত করি লিখতে একটি কবিতা।
শুধু একটি কবিতা শুধু তোমায় নিয়ে।
কিন্তু তা হয়ে উঠছে না,
যে জলজ্যান্ত তোমাকেই রাখতে পারলাম না
সেখানে কবিতায় কিভাবে তোমাকে ঢাকবো?
তাই ইদানিং কবিতা লেখা হয়ে উঠে না।



3/5/14


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন