বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০

আমি এক খড়কুটো


আমি নিজেকে খড়কুটো ছাড়া আর কিছুই ভাবিনা ;
যখন যেদিক থেকে বাতাস এসে
উড়িয়ে নিয়ে যায়,
আমি সেই দিকেই ধাবিত হই ;
আমার নিজ্বস্ব ক্ষমতা বলতে কিছুই নেই।
আমি এক নির্লিপ্ত নিষ্প্রাণ বিহঙ্গ ন্যায়,
যার ডানা নেই তবুও উড়ি,
তবে নিজের ইচ্ছাধীন নয় কখনোই ।
আমি উড়ে যায় ভেসে বেড়ায় সবই ঐ প্রকৃতির হাতে,
সে যেভাবে উড়িয়ে নিয়ে যায়
আমিও সেই ভাবে উড়ে যায় আজ্ঞাবহের মতো।
এই খড়কুটোর জীবন নায়ে
তুমি কেন এসেছ জীবন সাথী হতে?
এই অনিশ্চিত জীবনে কেন পা বাড়াচ্ছ?
যেখানে সোনালী রবি সদা হাতছানি দিয়ে
ডাকছে তোমায় -
তুমি ফিরে যাও তোমার বর্ণীল রঙের
উচ্ছল তারুন্যে ভরা জীবনে।
কেন আসো তুমি মোর পিছু পিছু?
আমি নিজেকে নিয়েই  চলতে পারি না
সেখানে তোমাকে বইবার দুঃসাহস আমার নেই।
আমি এক খড়কুটো মাত্র,
তোমাকে বইতে গেলে আমার নিজের
অস্তিত্বই বিলীন হয়ে যাবে।
এইতো বেশ ভালো আছি
সমীরণ করে আমায় নিয়ে নাচানাচি।

30/4/14


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন