শুভজন্মদিন
আজকের এই দিনে তুমি এলে ভূবনে
চারদিকে খুশির মম তোমার জন্মদিনে।
তুমি এলে জগতে ফুটলো কামিনী কাননে,
তোমায় রেখেছিল সবাই অতি আদর যতনে।
সবাইকে জানিয়ে তোমার ভূবনে আসা
রাখবে ধরায় তুমি সবার মনের আশা।
তোমার তরে রইবে সবার আদর ভালবাসা,
দুঃখ কষ্টে তুমি কখনো ছেড়োনা ভরসা।
জীবনকে সাজাবে তুমি তোমার মতন করে
সবাইকে ভালবেসে রাখবে তুমি ঘিরে।
হাজার কষ্টে তুমি যেওনা কাউকে ছেড়ে,
শক্ত হাতে শক্তি নিয়ে রেখো সবাইকে ধরে।
আজকের এই দিনে তোমায় করি দোয়া
তুমি যেন থাকো ধরায় নিয়ে সকল মায়া।
হাজারো কষ্টে ছেড়ো না জীবন নদীর খেয়া
তোমায় যেন গ্রাস না করে কোন কালো ছায়া।
15/03/2017
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন