রবিবার, ১৭ মে, ২০২০

বেরিয়ে এসো আলোতে


" বেরিয়ে এসো আলোতে "

হিমায়িত রাত্রির শীতল আবহ নিয়ে
তোমার পাঁজর বেয়ে যে দীর্ঘশ্বাস বেড়িয়ে আসে-
তা আমার সোনালী গোধূলির বিকেলকে
দমকা হাওয়ায় উড়িয়ে দেয়।
বিধ্বস্ত অন্তর মাড়িয়ে তোমার নিরব অশ্রু  ফোঁটা-
আমার প্রাণবন্ত শিশিরের সবুজ প্রান্তরে
সুনামির ন্যায় আছড়ে পড়ে।
অমাবস্যায় জ্যােৎস্নার অপমৃত্যুর শোকে
প্রনয়ের উর্বশী প্রহর যখন বিষন্নতায় ছেয়ে যায়-
তখন আমার রোমাঞ্চভরা বসন্ত দুপুর গুলো
শ্মশান নিরবতায় ঠাঁয় দাঁড়িয়ে থাকে।
কালের ধূলোর আস্তরে যে কষ্টগুলো
তোমার বুকে প্রতিনিয়ত আঘাতহানে -
তার করুণ আর্তনাদ বিক্ষুব্ধ দাবানলের ন্যায়
ছড়িয়ে পড়ে আমার হৃদয়ের গহিন কুঠুরিতে।
তোমার স্পন্দনে লালিত বেদনার স্বর্ণলতা ধীরে ধীরে
গ্রাস করে আমার সজীব নির্মলতার স্বপ্নের আঙিনা।
খরস্রোতা বিধ্বংসী নদীর মতো তারা
দখল করে নেয় আমার সাওতালী মেঘের বিশ্বস্ত আকাশ।

তাই বলছি মেয়ে -
কেন এতো কষ্ট পুষিয়ে রেখেছ নিরব হ্রদে ?
তাদের ভাসিয়ে দাও পূণ্য  গঙ্গার নিয়তির জলে।
তুমি নির্ভার হও হতাশার চিতার ছাইয়ের
নরককুণ্ড থেকে ;
চলো সবকিছু ভুলে আমরা হারিয়ে যায়
অন্তহীন ভালবাসার  ঊর্মিমালার  কার্নিশে।

17/11/14


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন