সোমবার, ১৮ মে, ২০২০

বিন্দু থেকে শূন্যের অপেক্ষা


"""" বিন্দু থেকে শূন্যের অপেক্ষা """

মায়ের জঠরে অন্ধকার গৃহে যখন ছিলাম -
ছিলো আলোতে বেরিয়ে  আসার সুতীব্র  অপেক্ষা।
সুমিষ্ট  চিৎকারে যখনই আলোর মুখ দেখলাম -
তখনই অপেক্ষা মায়ের ভালবাসার স্তনের ;
মায়াময় জগতে এসেই অপেক্ষা,
কখন দাড়িয়ে বলবো আমি তোমাদেরই একজন।
কৈশোরে রঙিন প্রজাপতির পাখনা দেখে
আকাঙ্খা জাগতো কখন উড়ব মুক্ত বলাকার মতো।
প্রমত্ত যৌবনে পা দিয়ে অপেক্ষায় থাকতাম
কোন সুপর্ণমতী মায়াবী হাতছানির ;
জাগতিক নিয়মে কারো বাহুবন্ধনে আবদ্ধের পালা শেষ হলে -
নতুন করে অপেক্ষার দিক উম্মোচন,
কিভাবে নতুনকে দিব এক স্বাচ্ছন্দময় বসুন্ধরা।
আলো আঁধারির বিশুদ্ধ অবনীর সার্বজনীন
আকাঙ্খায় সময় হয় জীবনকে অবসর দেওয়ার ;
এখানেই শেষ নয় -
শুরু হয় নতুন করে এক অপেক্ষা,
কখন নিবো বিদায় এই মায়ার বন্ধনে আবৃত
পিছুটানকে পিছনে ফেলে -
অনাগত অনিশ্চিত কল্পলোকের ভেলায় পাড়ি দেওয়ার।

12/8/14


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন