সোমবার, ১৮ মে, ২০২০

তুমি আমার পরান পাখি


""""তুমি আমার পরান পাখি """'





তোমায়  নিয়ে স্বপ্ন বুনি
তোমার আশায় দিন গুনি,
তোমায় নিয়ে আঁকি ছবি
তুমিই আমার প্রেমের কবি।

তোমার মনেতে মন বাঁধি
তোমার সুরেতে গান বাঁধি।
তোমার ছায়ায় নিজেরে দেখি
তোমার মায়ায় নিজেরে আঁকি।

তোমার দেখাতে চন্দ্র দেখি
তোমার আবেশে জোৎস্না মাখি।
তোমার হিয়াতে নিজেরে রাখি
তুমিই আমার পরান পাখি।

21/4/14

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন