সোমবার, ১৮ মে, ২০২০

"মিশে একাকার প্রকৃতিতে


""মিশে একাকার প্রকৃতিতে """

নিঃসীম সীমান্ত,
দৃষ্টির সীমানার অগোচরে
যেখানে আকাশ ও পৃথিবীর নিবিড় বন্ধুত্ব আলিঙ্গনে ;
সেখানেই হবে আমাদের ভালবাসার প্রদীপ জ্বালা,
প্রগাঢ় ভালবাসার স্বচ্ছ আবেশে দুজনের হবে বন্ধন।

নিস্তব্ধ রাতের প্রকৃতিতে
কৃষ্ণ আকাশের বুকে চলে  লীলা খেলা -
ঘুমহারা তারার মাঝে মিট মিট করে জ্বলা জোনাকীর সনে,
আমাদের ঘর হবে তারাদের বুকে
রাতে জ্বলা জোনাকির আলোর চাদরে।

বিস্তৃত সবুজ সমারোহে
নিঝুম অরন্যের গহীনে বসে প্রকৃতির মেলা -
বিহংগের মিষ্টি কিচিরমিচির কলরব
সৃষ্টি করে হৃদয় হরণকরা প্রেমের সুর ;
শুনশান সবুজের বুক জুড়ে শুকনো পাতার আল্পনা,
আমাদের বাসরের বিছানা হবে প্রকৃতির কোমল কোলে
নীবিড় বন্ধনে ঘনিষ্ঠ প্রেমময় কামুকী চুম্বনে ।

11/8/14


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন