তোমার একটি কথা
তোমার একটি কথাই চাইলে পারে
জীবন টাকে বদলে দিতে।
তোমার একটি কথাই চাইলে পারে
জীবনটাকে রঙে রাঙাতে ।
তোমার একটি কথাই চাইলে পারে
রাতের বুকে স্বপ্ন আঁকতে।
তোমার একটি কথা চাইলে পারে
সুন্দর জীবন ঘুরে দাড়াতে।
তোমার একটি কথাই চাইলে পারে
মরুর বুকে ফসল ফলাতে।
তোমার একটি কথাই চাইলে পারে
উত্তাল নদীতে তরী ভাসাতে।
তোমার একটি কথাই চাইলে পারে
অমানুষকে মানুষ করতে।
তোমার একটি কথা চাইলে পারে
খরার পরে বৃষ্টি ঝড়াতে।
তোমার একটি কথাই চাইলে পারে
মৃত আত্মাকে জীবন দিতে।
তোমার একটি কথাই চাইলে পারে
গোমড়া মুখে হাসি ফোঁটাতে।
তোমার একটি কথাই চাইলে পারে
চাঁদের বুকে ঘর বানাতে।
তোমার একটি কথাই চাইলে পারে
গহীন অরন্যে ঘর সাজাতে।
তোমার একটি কথার জন্য সবাই
রয়েছে কত অপেক্ষাতে।
তোমার একটি কথা জানার জন্য
সবাই থাকেযে প্রতীক্ষাতে।
27/4/14
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন