সোমবার, ১৮ মে, ২০২০

ভোরের মিষ্টি ভালবাসা



"""" ভোরের মিষ্টি ভালবাসা """

রাত্রির শেষ ভাগ যখন ভোরের দিকে ধাবিত হয় -
মুয়াজ্জিনের সুরেলা আজানে পবিত্র হয় পৃথিবীর বুক।
সুন্দর পাখিডাকা সকাল গ্রাস করে
বিগত রজনীর অন্ধকার ;
সৃষ্টিকর্তার অশেষ করুণার কৃতজ্ঞতা জ্ঞাপন শেষে -
বেহেস্তী মৃদুমন্দ হিমেল হাওয়া
খেতে খেতে আসব যখন ঘরে -
দেখতে পাবো তোমায় রান্না ঘরে চায়ের কেতলির পাশে।
তোমার মিষ্টি চায়ের অপেক্ষায় -
হালকা চোখ বুজে রইবো বারান্দার দোল চেয়ারে।
তোমার চুরির শব্দে আর চায়ের মধুর ঘ্রাণে
আলতো চোখ তুলেই দেখবো তোমায় নিষ্পলক দৃষ্টিতে।
ধোঁয়া তোলা চায়ের সাথে তোমার মিষ্টি হাসি -
আমার আবেগী শান্ত মনে হবে নতুন ভালবাসার সৃষ্টি।
মনে হবে এখনো রয়েছে ভালবাসার হাজার দূরত্ব বাকি,
চায়ের কাপের সাথে তোমায় আলতো ছুঁতে চাইলে,
দুষ্টু মাখা মিষ্টি হাসি হেসে হবে আড়াল তুমি ;
তোমার সেই দুষ্টু মাখা মিষ্টি ভালবাসা
পাওয়ার প্রতীক্ষায় থাকতে পারি আজীবন ।

16/8/15


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন