"" হারিয়ে যাওয়ার ইচ্ছে ""
রাত্রির কৃষ্ণ প্রহর শেষে -
ভোরের আলোতে উজলা হয় পৃথিবীর চারিধার।
রবির প্রথম আলোয় চিকচিক করে উঠে
দূর্বাঘাসের 'পরে বীর দর্পে দাড়িয়ে থাকা
বিগত কুয়াশার জল।
নিস্তব্ধ প্রকৃতিতে বয়ে যায় হিমেল হাওয়া,
শনশন শব্দে আন্দোলিত হয় সবুজ প্রকৃতি।
পাখিদের কলকাকলিতে মুখরিত হয়ে উঠে
ভোরের মিষ্টি পরিবেশ ;
পৃথিবীতে সূচনা হয় আরেকটি নিষ্পাপ দিনের।
এমন সুন্দর দিনের শুরুতে
মন চায় তোমাকে নিয়ে হারিয়ে যেতে দূর অজানার সবুজের গায়ে।
নগ্ন পায়ে তুমি আমি আর দূর্বার জল
হবো একাকার প্রকৃতির প্রেমে।
শিশিরের প্রথম ছোঁয়ার তড়িৎ স্পন্দনে
শিহরিত হবে আমাদের অন্তঃস্থল।
কোন কথা নয় শুধু সবুজ সাগরে অবগাহন,
এমনি ভাবে কেটে যাক সহস্র প্রহর।
শুধু দুজন দুজনার হাত ধরে এগিয়ে যাওয়া নীল আকাশের ধূসরদিগন্তের পানে।
26/8/14
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন