বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০

ভুলো তুমি অতীতের ব্যথা

"ভুলো তুমি অতীতের ব্যথা "



মন, তুমি ভুলে যাও,
ভুলে যাও সেই সব কথা
যা তোমায় মনে দিয়েছে অসহ্য ব্যথা। 

মন,  তুমি রেখো না মনে, 
রেখো না  সেই সব স্মৃতি
যাতে রয়েছে নিদারুণ কষ্টের বিস্তৃতি।

মন,  তুমি ভুলে যাও,
ভুলে যাও সেই সব ক্ষণ
যা তোমার গহীনে  করেছে রক্তক্ষরণ।

মন,  তুমি ছুঁড়ে ফেলো, 
ছুঁড়ে ফেলো সেই সব দিন
যখন গিয়েছে সময় তোমার দুর্দিন।

মন,  তুমি ভেবো না তাদের ,
ভেবোনা সেই সব মানুষ
যারা ভেবেছে তোমায় তুচ্ছ ফানুস।

মন, রেখোনা গেঁথে আশা,
ভুলে যাও সেই সব আশা
যার কখনো তুমি পাওনি কোন ভরসা।

মনে,  তুমি ভুলে যাও,
ভুলে যাও সেই সব স্বপ্ন
যা বাস্তবে হবেনা কখনো পূর্ণ।

মন তুমি মুছে ফেলো,
মুছে ফেলো সব হতাশা
হতাশাকে মাড়িয়ে কর রঙিন আশা।

মন,  তুমি পিষিয়ে দাও
পিষিয়ে দাও সেই সব জরাজীর্ণতা
যা জীবনকে দিতে পারে না কোন পূর্নতা।

মন তুমি  চেয়ে দেখ,
চেয়ে দেখ ঐ নতুন সূর্য
যা গড়বে তোমায় নতুন এক তূর্য।

20/4/14


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন