বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০

কতটুকু হলে .....


"""""""""কতটুকু হলে .....'"""






কতটুকু ভালবাসলে তুমি সুখী হতে ;
একবার কি তুমি বলবে?
কতটুকু আবেগেী হলে তুমি সুখ পেতে ;
একবার কি তুমি বলবে?

কতটুকু সময় দিলে তুমি হতে পরিপূর্ণ;
আমায় কি একবার জানাবে?
কতটুকু মায়া করলে হতো সেটা সম্পূর্ণ ;
আমায় কি একবার জানাবে?

কতটুকু সময় কাটালে মানুষ হয় আপন;
প্রমাণ কি দেখাতে পারবে?
কতটুকু সহনশীলতায় হয় দিন যাপন ;
আমায় কি দেখাতে পারবে?

কতটুকু নিঃস্বার্থ হলে তুমি থাকতে ঘরে;
আমায় কি বলে . দিবে?
কতটুকু ডাকলে তুমি আসতে ফিরে ;
আমায় কি বলে  দিবে?

9/4/14


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন