রবিবার, ১৭ মে, ২০২০

ডুব দেই তোমার অতলে

ডুব দেই তোমার অতলে

বিষন্ন শামুক রাত্রি পার করেছি,  তোমার
ষোড়শী ভরা কামনার ঢেউয়ের কার্নিশে  হারিয়ে যাবো বলে।
দূর্দান্ত উদ্মাদনায় কাটছে কচ্ছপ গতির প্রহর,
তোমার তপ্ত ওষ্ঠের লোনা স্বাদ চেকে দেখব বলে।


নিরন্তর নুপূরের মায়ার ঝংকারে, কবিতার  অবাধ্য পঙক্তিগুলো করে ছুটোছুটি -

সমুদ্রের ফেনিল ঊর্মির ভয়াবহতা নিয়ে অহর্নিশ আন্দোলিত এই তৃষিত হৃদয়ে। 

খরস্রোতা নদীর মত ভেঙে জাগতিক বাঁধার প্রাচীর,
ইচ্ছে করে ডুব দেই তোমার নেশা ভরা ডাগর দেহের অতলে।
উপবাসী আঁটকুড়ে উনুনের আর্তনাদে প্রকম্পিত মরুরসম এই অন্তরস্থল ;
নিস্তব্ধ শশ্মানের মৃত সময়কে ডিঙিয়ে,  ইচ্ছে করে ঝাপিয়ে পড়ি তোমার কামনার সিন্দুকের গহীনে।
আমি শীতল কুয়াশার ধূসর সকালে
পেতে চাই ঠান্ডা শরীরে তোমার উষ্ণ স্পর্শ,
আমি হারিয়ে যেতে চাই রক্তিম গোধূলির মায়ার জালে
তোমার অন্ধকার মরিচিকার শরীরে।

1/11/14

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন