বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০

ভালো মানে এই নয়

ভালো মানে এই নয় 



ভালবাসা মানে এই নয়
সারাদিন মুঠোফোনে প্যানপেনানি,
ভালবাসা মানে এই নয়
শুধু তোমাকে ঘিরেই দিবস রজনী।

ভালবাসা মানে এই নয়
শুধু আবেগকে ঘিরেই পথ চলা "
ভালবাসা মানে এই নয়
পুরো দুনিয়াকে করা হেলাফেলা।

ভালবাসা মানে এই নয়
তোমার জন্য নিত্য নতুন জামা,
ভালবাসা মানে এই নয়
সবকিছুতেই তোমায় করা ক্ষমা।

ভালবাসা মানে এই নয়
শত অত্যাচার নিরবে সহ্য করা,
ভালবাসা মানে এই নয়
বাস্তবতাকে ঘৃণ্য ভাবে তুচ্ছ করা ।

ভালবাসা মানে এই নয়
তোমার জন্য বানাবো অট্টালিকা।
ভালবাসা মানে এই নয়
ভাসবে তুমি  প্রবাহ গড্ডলিকা।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন