""'"''এখনো কি ...""""
এখনো কি ঝরা জোৎস্নায়
যাও কি তুমি, সেই দীঘির ধারে?
যেখানে দুজনের দিনগুলো
গিয়েছিল একসাথে দুজনাতে।
এখনো কি ভরা বর্ষায়
দাঁড়াও কি তুমি, সেই জানলার ধারে?
যেখানে বৃষ্টির স্পর্শে
হারাতাম মোরা প্রকৃতির সাথে।
এখনো কি শীতের বেলায়
যাও কি তুমি, সেই নদীর পাড়ে?
যেখানে আঁচল বিছিয়ে
হারিয়ে যেতাম দুজন দুজনাতে।
এখনো কি বসন্ত ছায়ায়
যাও কি তুমি, সেই পাহাড় কিনারে?
যেখানে অরন্য আলোয়ে
মিশতাম দুজন দূর দিগন্তে।
এখনো কি কবিতার মায়ায়
হারাও কি তুমি, সেই স্মৃতির আঁধারে।
যেখানে কবিতার অঙ্গনে
কবিতার সাজে তুমি সাজতে।
এখনো কি মোর অপেক্ষায়
থাকো কি তুমি, দাড়িয়ে দরজার ধারে?
যেখানে সহস্র প্রহর
নির্ঘুম চোখে থাকতে অপেক্ষাতে।
এখনো কি গভীর তন্দ্রায়
যাও কি তুমি, স্বপ্নের রঙিন ঘরে?
যেখানে হাজারো কল্পনায়
বর্ণীল সুখের সংসার আঁকতে।
5/4/14
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন