রবিবার, ১৭ মে, ২০২০

তোমাতে পাই জীবনীশক্তি


"""   তোমাতে পাই জীবনীশক্তি """

        সাখাওয়াৎ আলম চৌধুরী

মিশ মিশে আঁধার রাত্রিতে কালবৈশাখীর প্রবল হাওয়া,
যখন বইতে থাকে মনের ঠিক কেন্দ্রকে ঘিরে -
তীব্র যন্ত্রণার কষ্টের সর্প গুলো দলা পাকাতে থাকে কন্ঠনালীর ঠিক মাঝখানটাতে,
অস্বস্তিতে চেনা ভূবন হয়ে যায় হঠাৎ অচেনা,
ঠিক সেই সময়টিতে
তোমাকে কাছে চায় এই মন ;
যখনই  স্বর্গীয় পরম প্রেম সুধা
তুমি এসে ঢেলে দাও আমার কষ্ট গুলোর গায়ে ;
আনন্দে উদ্বেলিত হয়ে ভুলে যায়
পিছু নেওয়া দুঃখের সর্পিল ফণা,
মুছে যায় ভস্মীভূত হৃদয়ের গহীনে থাকা
বেদনার নীল রঙের ক্যানভাস।
ধীরে ধীরে বয়ে চলে শরীরের অনুচক্রিকারা
তাদের স্বাভাবিক গতিতে,
তোমার মিষ্টি হাসির ফোয়ারায়
ঝরে যায় আমার লুকানো বেদনার বিরহের কাব্য ;
তোমার চঞ্চলতায় ফিরে পায় আবার জীবনীশক্তি,
শশ্মানসম হৃদ উদ্যানে আবার ফোঁটে পুষ্পেরা
তাদের সৌন্দর্যের আলোকঝলকানিতে।
তোমার একটুখানি সময়ে আবার
জোয়ার আসে মরা গাঙ্গের ধুধু বালুচরে ;
মৃত্যুসম দুয়ার থেকে দাও এক নতুন জীবন,
আমি বার বার হই ঋণী
এই জীবনীসুধা পান করার জন্য,
এভাবেই আজীবন তোমার সুধা পান করে বাঁচতে চাই।

3/9/14


এটি লিখেছিলাম সাগরের পাড়ে। যখন হঠাৎ করেই খুব মন খারাপ হয়ে যায় একটি কিশোর চলচিত্র দেখে। বুকের ভিতরে এক ধরনের অস্বস্তি নিয়ে কাটায় কয়েকটি দিন। এরপর যখন রুবির সাথে কথা হয় প্রাণ খুলে। তারপর  সব কষ্ট গুলো ঘাম দিয়ে ঝরে যায় বুকের লুকানো স্থান থেকে। সেই মুহূর্তটাকে স্বরন করতে এই চেষ্টা।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন