বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০

নিঃশেষিত তোমার মাঝে


নিঃশেষিত তোমার মাঝে



আমাকে তুমি নিঃশেষ করেছ!
মৃত নদীর রুক্ষ মরুভূমির প্রান্তরের ন্যায় ;
তপ্ত গ্রীষ্মের চৌচির  মৃত্তিকা বৃষ্টির পরশে যেমন,
শুষে নেয় বৃষ্টির প্রগাঢ় ভালোবাসা এক নিমিষে ;
ঠিক তেমনি করে তুমি আমাকে তোমাতে বিলীন করেছ।
আমার সাঁওতালী মেঘের যুবতী সন্ধ্যাকে
তুমি শুষে নিয়েছো, শেষ রক্ত বিন্দুর মাঝে থাকা প্রাণের অস্তিত্বের মতো।
বাঁধাহীন নিলীমার উড়ন্ত  বলাকার মতো ডানাহীন এই আমি,
তোমার প্রেমের প্রজাপতির পাখনায় ভর করে,
ছুটে চলেছি দিগন্তহীন ভালোবাসার ফেনিল চন্দ্রিমা উদ্যানে।
সাপুড়ের মোহগ্রস্থ ঐন্দ্রজালিক বীনের সুরে,
এলিয়ে পড়েছি তোমার ভালোবাসার বৃক্ষে শীর্ণলতার মতো।
তোমার অন্তহীন ভালোবাসার মাকড় জালে জড়িয়ে,
তলিয়ে যাচ্ছি চোরাবালির অতল গহ্বরে। 
নির্ঘুম পেঁচার অন্ধকার গ্রাস করা উপবাসী ফিনকি ঝরা জ্যােৎস্নার আলোর মতো,  আমার আমিত্ব কে মিলিয়ে দিয়েছো শৃঙ্খল প্রেমের শেকলে।
আমি আজ নিঃশেষিত তোমার মায়াময় ইপ্সিত ভালোবাসার বাহুডোরে।

4.6.17


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন