"""""অসাড় মস্তিষ্ক """"""
মস্তিষ্কের ঠিক কেন্দ্রে, রয়েছে কিছু শব্দ জমা ;
বুকের ঠিক গহীনে, রয়েছে কিছু অনুভূতি।
মস্তিষ্কে জমে থাকা শব্দ গুলি,
চায় আবেগের সাথে বেড়িয়ে আসতে।
কিন্তু কোন এক গুমোট কারণে,
সেই শব্দের কথামালা
ফুটে উঠে না কলমের আঁচড়ে।
আমি এখন চরম অস্বস্তিতে
প্রবল প্রতিকুলে করছি হাঁসফাঁস।
বুকের ভিতরে জমে থাকা কথার জালে
আমি জড়িয়ে পড়ছি আষ্টেপৃষ্ঠে।
কিন্তু কিছুতেই কেন জানি
কোন ভাষা খুজেঁ পাচ্ছি না লেখনিতে।
মাঝে মাঝে কেন এমন হয়?
কেন কিছুই পারি না লেখাতে সাজাতে,
কেন কিছুই আসে না কলমে।
চারদিক ঝিমঝিম একপ্রকার ঘূর্ণন,
মস্তিষ্কের আশেপাশে করে অস্ফুট শব্দ।
এরই মাঝে অসাড় হয়ে থাকি ঝিমিয়ে,
কোন কিছুই আসে না মোর লেখনীতে।
12/4/14
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন