বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০

তোমার কথাটি শুনবো বলে


তোমার একটি কথা শুনবো বলে
রয়েছি আমি শত অপেক্ষায়
তোমার একটি কথা শুনতে আমি
থাকতে পারি হাজারো প্রতীক্ষায়।

তোমার একটি কথা শুনাবে বলে
আমি রাত্রিতে জোৎস্না সাজায়।
তোমার একটি কথা শুনবে বলে
রাতের তারা আকাশে লুকায়।

তোমার একটি কথা শুনার জন্য
সাঁঝের আলোয় জোনাক জ্বলে।
তোমার একটি কথা শুনবে বলে
প্রজাপতি উড়ে দলে দলে।

তোমার একটি কথা শুনাবে বলে
কৃষ্ণচূড়ার  রঙিন সাজ।
তোমার একটি কথা শুনবে বলে
কোকিল ডাকে সুরে আজ।

তোমার একটি কথা শুনার জন্য
আমার বুকে করুন আর্তনাদ।
তোমার একটি কথা শুনবো বলে
আমি এখনো হইনি  উদ্মাদ।

তোমার একটি কথা শুনবে বলে
শৈল তাকায় আকাশ পানে।
তোমার একটি কথা শুনার জন্য
মেঘ ঝরে বৃষ্টি বানে।

তোমার একটি কথা শুনবে বলে
নদীর পাড়ে কাশফুল হাসে।
তোমার একটি কথা শুনার জন্য
নীল আকাশে শঙ্খ ভাসে।

তোমার একটি কথাই আজ বল তুমি
ভালোবাসি আমি শুধু তোমাকে।
তোমার এই কথাটি শুনবো বলেই
জীবিত দেখছো তুমি আমাকে।

27/4/14


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন