"""হতে চাই তোমার সমব্যথি ""
যখন আষাঢ়ের মেঘে জমা হয় তোমার সমস্ত দুঃখ,
বুকের পাঁজরের প্রতিটি শিরা ধমনীতে কষ্টের
অনুচক্রিকারা করবে আস্ফালন ;
নির্যাসহীন সময় গুলোর উপেক্ষায় যদি
বাঁধভাঙ্গা জোয়ারের মতো অশ্রু ফোঁটা
গড়িয়ে পড়ে অধর বেয়ে ;
তবে তুমি নিঃসংশয়ে এসো আমার পানে,
বিশ্বস্ত দুবাহুর মাঝে ধরবো তোমায় আঁকড়ে ;
ভালবাসার মকমল প্রশস্ত বুকের জমিনে দেব তোমাকে ঠাঁই,
তুমি অঝোরে করবে কান্না আমার বুকে।
কষ্টের প্লাবনে যে কান্নার সৃষ্টি -
সেই অশ্রু গড়িয়ে পড়ুক আমার বুকের প্রতিটি পশমে।
আমার প্রতিটি কোষে কোষে হোক তোমার কষ্টের অনুগমন ;
তুমি নির্ভার হও হতাশার গ্লানির পাহাড়সম স্তুপ থেকে।
এভাবেই যেন তোমার কষ্ট গুলো আজীবন
নিজের করে নিয়ে,
তোমাকে দিতে পারি কষ্ট গ্লানিহীন এক ভালবাসার ভূবন।
28/8/14
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন