রবিবার, ১৭ মে, ২০২০

যখন পৃথিবী আরও বুড়িয়ে যাবে


"""যখন পৃথিবী আরও বুড়িয়ে যাবে ""

তখনকার কথা বলছি -
যখন পৃথিবী আরো বুড়িয়ে যাবে ;
বঙ্গোপসাগরে জমা হবে
পদ্মা মেঘনা যমুনা বিধৌত হাজারো জল।
সময়ের সাথে সাথে পরিবর্তিত হবে
মায়াময় বসুন্ধরার অপরূপ রূপ।
সব কিছুর গড্ডলিকার প্রবাহে
আমারাও সামিল হবো পিছন সারিদের ভীড়ে।
শুধু তোমার আমার ভালবাসার হবেনা কোন পরিবর্তন ;
হয়তো সময়ের নিষ্ঠুর স্রোতে মেঘ কালো চুল
হয়ে পড়বে শরতের শুভ্রতায় বিবর্ণ।
হয়তো কুঁচকে যাবে শরীরের চামড়া
খরার মৃত্তিকার ন্যায় ফেটে হবে চৌচির।
চোখে থাকবে মোটা ফ্রেমের চশমা ;
দেখতে পাবো না প্রকৃতির নয়নাভিরাম দৃশ্য।
তবুও আমরা বুড়িয়ে যাবো না,
ঋতু বসন্তের নব যৌবনের প্রেমে উদ্দীপ্ত হয়ে
একে অপরকে আকঁড়ে ধরবো তৃণলতা
বৃক্ষের উপাখ্যানের মতো।

দিনান্তের শেষ বিকেলে
দুজনে গিয়ে বসব শাঁন বাঁধানো দীঘির ঘাটে।
করবো রোমন্থন বিগত দিনের প্রেমগাঁথা
পুরোনো ডাইরি হাতে নিয়ে ;
হয়তো স্পষ্ট ভাবে পড়া হবেনা বয়সের ভারে,
স্মৃতির ডাইরি থেকে মিলিয়ে দুজনে করবো চারণ
সেই স্বর্ণালী দিনের রোমাঞ্চ কাব্য।
তোমার একটি হাত থাকবে আমার বাহুতে ধরা,
আমি করবো আবৃত্তি প্রথম যৌবনের প্রেমের কবিতা ;
দিগন্তের আকাশ ধীরে ধীরে পড়বে ঝিমিয়ে,
হবে ফেরা ক্লান্ত পাখিদের নীড়ের পানে।
আমরা দুজন বসে থাকবো নিরব বাতাসের সাথে,
যতক্ষণ না সূর্য তার বাড়ি যায়।

........

27/8/14


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন