"""""""রাত্রির অনুভব """
পড়ন্ত বিকেলে আলো আধার ক্ষনে,
তোমারই মায়াবী অধর পড়ে যে মনে।
ঝিরিঝিরি সমীরণ এলোমেলো স্মৃতি,
দুষ্টু মধুর ছবি করে ইতিউতি।
নিঝুম সন্ধ্যা ঘনিয়ে শর্বরী আসে,
তোমারই চারু কন্ঠ আশেপাশে হাসে।
জোৎস্নার আলোতে চমকিত শশী,
তোমারই অনুভবে কাটে মোর নিশি।
ক্ষনে ক্ষনে ডাকে রাত জাগা পাখি,
তোমারই ভাবনায় নির্ঘুম আখিঁ।
নিরব প্রকৃতিতে বহে তরঙ্গিনী,
তোমাকে কাছে চায় ওহে সঙ্গীনি।
রাত্রি গভীর হয় বাড়ে নিরবতা,
বিগত ছোঁয়ায় বাড়ায় আকুলতা।
যামিনী শেষে রবি উঠে হেসে
তোমাকেই ভাবি আছ তুমি পাশে।
7/4/14
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন