বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০

আজ প্রেম ছাড়া কিছু নেই

" আজ প্রেম ছাড়া কিছু নেই """



আজ আর কোন কবিতা নয়
আজ চোখেতে চোখ হোক মন বিনিময়।
আজ আর কোন নয় কোন গান
আজ প্রাণেতে প্রাণ মিশে হোক অম্লান।

আজ আর বলার নেই কোন ভাষা
সব ভাষা হারিয়ে আজ হোক ভালবাসা।
আজ আর নয় কোন ফাঁকি
আজ প্রেমের বন্ধনে হোক আঁকাআঁকি।

আজ আর নয় কোন বিরহ ব্যথা
আজ বলবো দুজনে মনের যতো কথা।
আজ আর নয় কোন স্বপ্ন বোনা
আজ সব ভুলে হোক শুধু প্রেমের আল্পনা।

25/4/14


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন