আজ বসে ছিলাম একা একা
পাবো বলে তার একটু দেখা।
আজ মনে লাগিয়েছিলাম পাখা
পেতে তার আলিঙ্গনে একটু সখা।
আজ সে ভুলে গেলো দিন
আজ যে ছিলো মোর জন্মদিন।
আমার গহীনে বাজে করুন বীন
কেমনে কাটায় তার বিহনে এই দিন।
মনের খুশিতে লাগিয়েছি আলতা
আজ তাহার সনে শুধু ব্যকুলতা।
কেন আজ মনে জমছে জীর্ণতা?
তাকে কি পেয়েছে কোন সংকীর্ণতা?
তবে কেন সে এলো না একটি বার?
সে ছাড়া মোর হৃদয় জ্বলে যে অঙ্গার।
সে কি জানে না আজ মোর জন্ম বার?
তবে কেন ফোন করলো না একবার?
তার জন্য ব্যকুল আজ প্রাণ
বসে আছি শুনব তার মুখে গান।
আজ কষ্ট ঝরে বুকে অবিরাম,
নোনা জলে ভরছে মরু উদ্যান।
29/4/14
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন